সংবাদদাতা, মুর্শিদাবাদ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রমিক এবং শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে তাঁদেরকে বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দিতে অনুষ্ঠিত হল শ্রমিকমেলা ২০২৪। সোমবার দুপুরে, বহরমপুরের শক্তিমন্দির ক্লাবের প্রাঙ্গণে। আয়োজক শ্রম দফতর। ১৫ এবং ১৬ জানুয়ারি এই মেলা চলবে। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান শেখ, জেলা পরিষদ সভাপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান ও একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর গড়া অ্যাকাডেমির উদ্যোগে কাঁসাইপাড়ে টুসু পরব
শ্রমিকমেলায় স্টল আছে ২০টি। প্রদীপ জ্বালিয়ে ও নারকেল ফাটিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যুৎমন্ত্রী ও সভাধিপতি। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় শ্রমিকশ্রেণি কীভাবে উপকৃত হবেন এবং তাঁদের উন্নতির প্রকল্পে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তারই একটি প্রয়াস মাত্র। এই মেলায় শ্রমিকদের ভবিষ্যনিধি প্রকল্প, পেনশন, ভাতা থেকে শুরু করে মৃত্যু, দুর্ঘটনা ও শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা প্রদান প্রকল্পটির শুভ সূচনা হয়। শ্রম দফতরের পক্ষ থেকে ২১৬৮ জন সুবিধাভোগীকে ৩ কোটি ২১ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। আগামী দিনে এই সকল প্রকল্পের আওতায় বাকিদেরও শামিল করা হবে বলে জানিয়েছেন তিনি।