মুখ্যমন্ত্রীর গড়া অ্যাকাডেমির উদ্যোগে কাঁসাইপাড়ে টুসু পরব

সোমবার পুরুলিয়া শহর থেকে ছয় কিলোমিটার দুরে কাঁসাই নদীতে হল টুসুমেলা। হাজার চৌডল বিসর্জন ও টুসুগীতে অন্য মাত্রা পেল নদীতীর

Must read

সংবাদদাতা, পুরুলিয়া: ‘জলে হেল জলে খেল জলে তুমার কে আছে/ আপনার মনে ভাবে দেখ জলে শ্বশুরঘর আছে’— এক মাস বাপেরবাড়িতে থাকার পর সেই জলের মধ্যেই শ্বশুরবাড়িতে ফিরে যান মানভূমের ভূমিলক্ষী টুসু। মকর পরব মানেই তাই যেখানে জল, সেখানেই টুসু-ভাসান। রঙিন চৌডলে চাপিয়ে টুসুকে বিসর্জন দেওয়ার সময় টুসুগানে মুখরিত হয় এলাকা। গত কয়েকবছর এই উৎসবকে প্রাণবন্ত করে রেখেছে মানভূম কালচারাল অ্যাকাডেমি।

আরও পড়ুন-ভোর থেকে পুণ্যস্নান, লক্ষ ভক্তের মকরস্নান

সোমবার পুরুলিয়া শহর থেকে ছয় কিলোমিটার দুরে কাঁসাই নদীতে হল টুসুমেলা। হাজার চৌডল বিসর্জন ও টুসুগীতে অন্য মাত্রা পেল নদীতীর। মুখ্যমন্ত্রী আঞ্চলিক সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সচেষ্ট হন। পুরুলিয়ার লোকসংস্কৃতিগুলিকে সহায়তা করতে গড়া হয় মানভূম কালচারাল অ্যাকাডেমি। সভাপতি হংসেশ্বর মাহাতো বলেন, মানভূমের সাংস্কৃতিক বৈচিত্র্যকে মুখ্যমন্ত্রী যেভাবে উৎসাহিত করেছেন, কোনও সরকার করেনি। ছিলেন জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো, শান্তিরাম মাহাতো, নবেন্দু মাহালি প্রমুখ।

Latest article