ভোর থেকে পুণ্যস্নান, লক্ষ ভক্তের মকরস্নান

ভোররাত থেকে পুণ্যস্নান, লক্ষ ভক্তের মকরস্নান। দুপুর ১২টা ১৫ পর্যন্ত চলে মকর সংক্রান্তির স্নান। স্নানের পর কেউ দান করেন তিল, গুড়

Must read

জয়দেব, সংবাদদাতা: ভোররাত থেকে পুণ্যস্নান, লক্ষ ভক্তের মকরস্নান। দুপুর ১২টা ১৫ পর্যন্ত চলে মকর সংক্রান্তির স্নান। স্নানের পর কেউ দান করেন তিল, গুড়। কেউ চাল, বস্ত্র, ফল, নুন, তুলো। মকরসংক্রান্তিতে এগুলো দান করলে পরলোকে সুখ ও আনন্দ লাভ করা যায়। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মেলাচত্বর। লাইন দিয়ে ভক্তেরা রাধামাধবের মন্দিরে পুজো দেন।

আরও পড়ুন-পরীক্ষার্থী পিছু শিক্ষক সংখ্যা বেঁধে দিল পর্ষদ

বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে এসেছেন মাধব নায়ক। কদমখণ্ডির ঘাট থেকে জল ভরে তিনি বাড়ি নিয়ে যাবেন। তিনদিন ধরে সেবা করবেন তাঁরা। তিনি জানান, রাধামাধব জয়দেব গোঁসাইজিকে বলেন তোমার গঙ্গা যাওয়ার দরকার নেই। এই কদমখণ্ডির ঘাটে স্নান করলে গঙ্গায় মকরস্নানের পুণ্যলাভ হবে।
নদিয়ার গোবরডাঙা থেকে আসেন নারায়ণ দাস। বলেন, শুনেছি এই মকরস্নান করলে অশ্বমেধযজ্ঞের ফললাভ হয়। এই কদমখণ্ডির ঘাটে নাকি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন। সেই কারণেই এই ঘাটে স্নান করতে এসেছি।

Latest article