প্রতিবেদন : জুয়ান ফেরান্দোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। ফলে স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে আসন্ন এএফসি কাপ এবং ২০২২-২৩ মরশুমে খেলবেন প্রীতম কোটাল, হুগো বউমাসরা। এবারের আইএসএলের মাঝপথে আন্তোনিও হাবাস কোচের দায়িত্ব ছাড়ার পর, এফসি গোয়া থেকে কার্যত ফেরান্দোকে ছিনিয়ে এনেছিলেন সবুজ-মেরুন কর্তারা। পরিসংখ্যান বলছে, ফেরান্দোর কোচিংয়ে সদ্যসমাপ্ত আইএসএলে ১৬টি ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। এর মধ্যে মাত্র দু’টি ম্যাচ হেরেছেন রয় কৃষ্ণরা। এই পারফরম্যান্সের পর ফেরান্দোর কোচ থাকা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল।
আরও পড়ুন-হারেও ইতিবাচক থাকছেন স্টিমাচ
তাঁর উপরে আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ফেরান্দো। স্প্যানিশ কোচের বক্তব্য, ‘‘আমার কাজকে সম্মান দিয়ে আস্থা রাখার জন্য এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। নতুন মরশুমের পরিকল্পনা নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। কবে যুবভারতীতে সমর্থকদের সামনে ম্যাচ খেলতে নামব, তার জন্য মুখিয়ে রয়েছি।’’
প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিল যুবভারতীতে এএফসি কাপের ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের। তার জন্য পয়লা এপ্রিল থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান ফেরান্দো।