করাচি: পিসিবিতে পালাবদল মানেই বিদেশি কোচের চাকরি শেষ! তাদের চুক্তি শেষ হবে না। বিদেশি কোচেরা তাই পাকিস্তানে কাজ করতে আসতে ভয় পাচ্ছেন। বললেন ওয়াসিম আক্রম (Wasim Akram)।
রমিজ রাজাকে সরিয়ে নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যান হওয়ার পর পাক ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। পুরনো বোর্ড কর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়ে এসেছেন শাহিদ আফ্রিদি। এই আবহে পিসিবি ফের কোচ করে আনতে চাইছে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে। কিন্তু তিনি আর কোচ হয়ে পাকিস্তানে আসতে রাজি নন। এই পরিস্থিতিতে আক্রম (Wasim Akram) বলেছেন, ‘আমাকে যদি বলেন, আমি বলব বিদেশি কোচেরা এখানে চুক্তি শেষ করতে পারবেন না বলেই আসতে ভয় পাচ্ছেন। ওরা ভাবছেন পিসিবিতে পরিবর্তন হলেই ছুটির ঘণ্টা বেজে যাবে তাদের।’ তিনি অবশ্য এরপর বলেছেন, বিদেশি কোচ পাওয়া না গেলে পাকিস্তানের কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
আরও পড়ুন-ওয়েলসকে হারিয়েও ঝুলে থাকল ভারত
আর্থারের সঙ্গে পিসিবি নতুন করে যোগাযোগ করলে তিনি বলেন, ২০১৯ বিশ্বকাপের পর তাঁর চুক্তি নবীকরণ করা হবে বলা হলেও সেটা আদতে হয়নি। পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। আর্থারকেও এরপর বিদায় দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে তিনি আর কোচ নন, পরামর্শদাতা হিসাবে কাজ করতে আগ্রহী। কিন্তু পিসিবি অর্থারকে পুরো সময়ের কোচই চাইছে, পরামর্শদাতা হিসাবে নয়।