সংবাদদাতা, আলিপুরদুয়ার : কয়লাপাচার (Coal Smuggling) রুখতে আবার সফল হল আলিপুরদুয়ার জেলা পুলিশ। কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কোল ইন্ডিয়া অসম থেকে কয়লা পরিবহণ শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে পাচারের (Coal Smuggling) নানা ছক ভেস্তে যায় তখনই। কিন্তু পাচারকারীরাও বসে নেই, এরই মাঝে শুক্রবার নকল কাগজ তৈরি করে ফের অবৈধভাবে কয়লা পাচার করার চেষ্টা করে তারা। কিন্তু কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ সতর্ক থাকার আটকে দেয় ওই পাচারের পরিকল্পনা। অসম-বাংলা সীমান্তের পাকরিগুড়ি নাকা চেক পয়েন্টে প্রতিদিনের মতো রুটিন তল্লাশি চলাকালীন আটক করা হয় একটি ১৮ চাকার ট্রাককে, যাতে ৩৫ টন কয়লা বোঝাই ছিল। অসমের তিনসুকিয়া থেকে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল কয়লা। গ্রেফতার হওয়া চালকের নাম গুঞ্জনকুমার সিং।
আরও পড়ুন: দলের সঙ্গে নির্লজ্জ গদ্দারি, সাংসদ অফিসে বৈঠক বিজেপির, শিশির-দিলীপ লাঞ্চ পলিটিক্স