দলের সঙ্গে নির্লজ্জ গদ্দারি, সাংসদ অফিসে বৈঠক বিজেপির, শিশির-দিলীপ লাঞ্চ পলিটিক্স

Must read

সংবাদদাতা, কাঁথি : তিনি খাতায়-কলমে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। অথচ দলে থেকেও প্রকাশ্যে দলবিরোধী কাজ করে চলেছেন। অমিত শাহের সভায় যোগ দিতেও বাধেনি তাঁর। এবার তাঁর শান্তিকুঞ্জের বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh- Sisir Adhikari) নিয়ে পলিটিক্যাল লাঞ্চ বৈঠক করলেন। এর আগে পুরভোটে প্রকাশ্যে ছেলেকে সমর্থন করার জন্য নির্লজ্জভাবে প্রচার করেছেন। ছেলের সমর্থনে ভোট চাওয়ার এক অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও ছেলের ভরাডুবি ঠেকাতে পারেননি। এবার সেই শিশির অধিকারী দিলীপের সঙ্গে নিজের বাড়িতে খানাপিনা এবং বৈঠক করলেন। তৃণমূলে থেকেও প্রবীণ সাংসদের এই গদ্দারি নিয়ে চারিদিকে নিন্দার ঝড় উঠল।

আরও পড়ুন: আইএনটিটিইউসি-র নতুন কমিটি হল পশ্চিম বর্ধমানে

কয়েক বছর আগে অমিত শাহ কাঁথিতে এসেছিলেন সভা করতে। তখন অধিকারী পরিবারের সবাই তৃণমূল কংগ্রেসে। এমনকী অধিকারীদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মেরেছিল বলে দিলীপ ঘোষ (Dilip Ghosh- Sisir Adhikari) ও বিজেপি অভিযোগ করেছিল। সে নিয়ে এক মামলায় সাক্ষ্য দিতে এদিন কাঁথি আদালতে এসেছিলেন দিলীপ। আর তা করতে এসে কাঁথির নেতাজি সুভাষ রোডে তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারীর অফিসে এদিন দিলীপ জেলার বিধায়কদের নিয়ে বৈঠকও করেন। তখন সেখানে শিশির ছিলেন না। এখান থেকে বেরিয়ে দিলীপ সোজা চলে যান অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জতে। দুপুরের খাওয়াদাওয়া করেন। বাড়িতে তখন শুভেন্দু ছিলেন না। বাইরে বেরিয়ে সাংবাদিকদের দিলীপ জানান, শিশিরবাবু মাঝে অসুস্থ ছিলেন, তাঁর স্ত্রীও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের ছেলেদের কাছ থেকে একথা শুনেছিলাম। তাই কাঁথি এসে শিশিরবাবুর সঙ্গে দেখা করলাম। তিনি এখন ভাল আছেন। মাছ-ভাত খাওয়ার কথা স্বীকার করলেও কোনও রাজনৈতিক কথাবার্তা হয়েছে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে দিলীপ রহস্য করে বলেন, ‘মাছ-ভাত জিন্দাবাদ।’

Latest article