আইএনটিটিইউসি-র নতুন কমিটি হল পশ্চিম বর্ধমানে

Must read

সংবাদদাতা, আসানসোল : দুর্গাপুরের সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকের পর পশ্চিম বর্ধমানের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নতুন কমিটি (INTTUC New Committee) ঘোষণা করা হল, বৃহস্পতিবার সন্ধ্যায়। নতুন কমিটিতে পুরনো বেশ কিছু মুখ বাদ পড়েছেন। সংগঠনে তারুণ্যের জোয়ার আনতে আসানসোল, রানিগঞ্জ ও দুর্গাপুরের ২০-২৫ জন তরুণকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারও জেলা নেতৃত্বের শীর্ষপদে মনোনীত হয়েছেন পুর নিগমের উপপ্রধান অভিজিৎ ঘটক। তাঁর সভাপতিত্বে আস্থা রেখেই দায়িত্ব গ্রহণ করতে চলেছে ৫০ জনের নতুন কমিটি।
আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) কিছুদিন আগেই পশ্চিম বর্ধমান জেলায় (INTTUC New Committee) এসে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন খুব শিগগিরই জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসতে চলেছে বড়সড় বদল। জেলার প্রায় সিংহভাগ শিল্প কারখানায় শ্রমিক সংগঠনের মূল চালিকাশক্তি আইএনটিটিইউসি। ২০১১-য় রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রায় প্রতিটি শিল্প কারখানায় বিপুল গরিষ্ঠতা নিয়ে জয় পায় তৃণমূলের শ্রমিক সংগঠন। সম্প্রতি ঋতব্রত জানান, শ্রমিক স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ কেউ নিলে তা কঠোরভাবে দমন করা হবে। যে যার ইচ্ছে মতো শ্রমিক সংগঠনের অফিস খুলে বসে যেতে পারবেন না। একটি শিল্পে তৃণমূলের একটিই ইউনিট থাকবে। ঋতব্রতর হুঁশিয়ারির পর পশ্চিম বর্ধমানের শ্রমিক সংগঠনের খোলনলচেই বদলে ফেলা হয়। নতুন তালিকা প্রকাশ করে অভিজিৎ বলেন, প্রত্যেক পদাধিকারীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, শ্রমিকস্বার্থে পুরোপুরি আত্মনিয়োগ করতে। আগামী দিনে কেন্দ্রের একটি প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী দলের বিরুদ্ধে তৃণমূলের কঠিন লড়াই, সকলকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: বিপাকে ১০০ দিনের শ্রমিকেরা

Latest article