বিপাকে ১০০ দিনের শ্রমিকেরা

টাকা না দিয়ে কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণে সমস্যায় এ রাজ্যের ১০০ দিনের কাজের (100 Day’s Work) শ্রমিকেরা। আলিপুরদুয়ার জেলায় সুচারুভাবে ১০০ দিনের কাজ সম্পন্ন হওয়ার পরেও দীর্ঘদিন ধরে মিলছে না মজুরি। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে এই কাজের মজুরি কেন্দ্র রাজ্যকে পাঠায়। কিন্তু অন্য রাজ্যে সময়মতো টাকা পেলেও, পশ্চিমবঙ্গ তা থেকে বঞ্চিত। অথচ এই রাজ্য কর্মদিবস সৃষ্টিতে দেশে নজির গড়েছে। ১০০ দিনের কাজ (100 Day’s Work) শেষে শ্রমিকেরা বসে রয়েছেন মজুরির আশায়। কিন্তু কেন্দ্র টাকা না পাঠানোয় তাঁদের টাকা দিতে পারছে না রাজ্য সরকার। এমনিতেই কোভিডের ধাক্কায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তার ওপর সরকারি কাজ করে মিলছে না মজুরি। সেই কারণে জেলার বিভিন্ন এলাকায় ১০০ দিনের শ্রমিকেরা ক্ষোভ উগরে দিচ্ছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। রাজ্যের দোষ দিয়ে এই সমস্ত সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেষ্টা করছে বিজেপি। কিন্তু তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না সাধারণ শ্রমিকেরা। কারণ তাঁরা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কেন্দ্রকে। এখন দেখার কেন্দ্রের ঘুম কখন ভাঙে!

আরও পড়ুন: শ্রমিক সমাবেশ: ২৮ মে হলদিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest article