প্রতিবেদন : মঙ্গলবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানে ক্ষমতায় ফিরছে জোট সরকার। আর বুধবার পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়ে দিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। আর এই জোট প্রক্রিয়ার শর্ত মেনে রাষ্ট্রপতি হতে চলেছেন বিলাওয়ালের বাবা আসিফ আলি জারদারি।
আরও পড়ুন-বেয়ারস্টো, রুটের পাশে দাঁড়ালেন ম্যাকালাম
নওয়াজ শরিফের দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে যে জোট সরকার গড়তে চলেছে পিপিপি, তা মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন বেনজির-পুত্র ও পিপিপি নেতা বিলাওয়াল। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ আর রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। বিলাওয়াল জানান, পিপিপি এবং পিএমএল-(এন) প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। এখন আমরা সরকার তৈরির জায়গায় পৌঁছে গিয়েছি। অন্যদিকে শাহবাজ দাবি করেন, ইমরান খানের পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারেনি। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল প্রকাশ হয়। পিএমএল-(এন) জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। আর সবাইকে পিছনে ফেলে দিয়েছিলেন ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তাঁরা জিতেছিলেন মোট ৯৩ আসনে। যদিও এককভাবে কোনও দলই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি।