সংবাদদাতা, কোচবিহার : বিজেপি কুপোকাত। লোকসভা, বিধানসভা ভোটের নিরিখে এগিয়ে থাকা বিজেপি এবার পুরভোটে শূন্য। আর বিপুল উন্নয়নের জন্য জয়ের উচ্চতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা পুরসভায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে কোচবিহার জেলার বাকি পাঁচটি পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-মিথ্যা প্রতিশ্রুতি, হয়নি উন্নয়ন, পদ্মের হাতছাড়া পুরসভা
কোচবিহার পুরসভায় ২০ আসনের মধ্যে ১৫ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ ৩ আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী এবং বাকি ২ আসনে জয়ী হয়েছেন বামফ্রন্ট প্রার্থী। এদিকে মাথাভাঙা ও মেখলিগঞ্জ পুররসভায় ১২টি করে আসন। সব আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ মেখলিগঞ্জ ৯ আসন ও হলদিবাড়ি ১১ আসন সব আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ পুরভোটের লড়াইয়ে রাজার শহর কোচবিহারে একটি আসনেও জয়ের মুখ দেখল না গেরুয়া শিবির।