পুরভোটে নজরকাড়া জয় মহিলাদের

প্রমীলা ব্রিগ্রেডের ওপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। এবার পুরভোটে সেই আস্থা রাখলেন তাঁরা। রেকর্ড জয় হল মহিলা প্রার্থীদের।

Must read

সংবাদদাতা, মালদহ : প্রমীলা ব্রিগ্রেডের ওপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী। এবার পুরভোটে সেই আস্থা রাখলেন তাঁরা। রেকর্ড জয় হল মহিলা প্রার্থীদের। ইংরেজবাজার ও ওল্ড মালদহ পুরসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট ২২ জন মহিলা প্রার্থী জয়লাভ করেছে। ইংরেজবাজারে ২৯টি ওয়ার্ডের মধ্যে ১৫ জন মহিলা ও ওল্ড মালদহে ২০টি ওয়ার্ডের মধ্যে ৭ জন মহিলা এবারের পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয় লাভ করেছে। সাধারণের জন্য সংরক্ষিত ওয়ার্ডেও এবার বেশিরভাগ মহিলাদেরই  প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজার ও ওল্ড মালদহে নারীশক্তির জয়জয়কার। যা কিনা মালদহ জেলার পুরভোটে নজিরবিহীন।

আরও পড়ুন-কোচবিহার সবুজ নিশ্চিহ্ন গেরুয়া শিবির

প্রসঙ্গত, ২০২২ সালের পুরভোটে ইংরেজবাজারের ২৯টি আসনের মধ্যে ১০টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। এছাড়াও সাধারণদের জন্য সংরক্ষিত আসনগুলিতেও এই বছর বেশি সংখ্যক মহিলাদের প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। ইংরেজবাজারের ২ নং ওয়ার্ডের প্রার্থী সুমালা আগরওয়াল বলেন, ‘‘এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উন্নয়নের জয়। তৃণমূল কংগ্রেস যে মহিলাদের গুরুত্ব ও সম্মান দেয় এই ফলাফলে তার এক দৃষ্টান্ত মিলল। জয় হল নারীশক্তির।’’

Latest article