আরশোলার বিমান যাত্রা

কিন্তু কোনও তদন্ত করার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি কেন্দ্র। সব দায় বেসরকারি সংস্থার উপর ঠেলে দিয়ে হাত ধুয়ে ফেলেছে তারা।

Must read

প্রতিবেদন : হাজার-হাজার টাকা খরচ করে মানুষ বিমানের টিকিট কাটেন মূল্যবান সময় বাঁচানোর জন্য। সেই সঙ্গে কিছুক্ষণের জন্যে আরামপ্রদ আকাশ-ভ্রমণের জন্যও। কিন্তু সেই আশাতে জল ঢেলে দিল আরশোলার উৎপাত। কে জানত আরশোলার সহযাত্রী হতে হবে তাঁকে? এই অভিজ্ঞতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তরুণ শুক্লা নামে ইন্ডিগো বিমানের এক যাত্রী। এয়ারবাস এ৩২০-এস-এ তে খাবার রাখার জায়গায় নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল দুটি আরশোলা। এই দৃশ্য দেশে অবাক বিমানের সহযাত্রীরাও।

আরও পড়ুন-নির্যাতনের তীব্র নিন্দা কিসান সংঘের বৈঠকে, বিজেপির স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ সংঘ

সকলেরই প্রশ্ন, বিমানের পরিচ্ছন্নতা রক্ষায় কোনও দায়িত্বই কি নেই কর্তৃপক্ষের? সবচেয়ে আশ্চর্যের বিষয়, ধোঁয়া ও কীটনাশক দিয়ে জীবাণুমুক্ত করার যে ব্যবস্থা বিমানে থাকা উচিত, এক্ষেত্রে কি তা ছিল না? ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় বেসকারি বিমান সংস্থাগুলির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় কথা, বেসরকারি বিমান বলে এর দায় কি এড়িয়ে যেতে পারে কেন্দ্র? এর আগেও বহু অভিযোগ উঠেছে বেসরকারি বিমান পরিষেবা নিয়ে। কিন্তু কোনও তদন্ত করার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি কেন্দ্র। সব দায় বেসরকারি সংস্থার উপর ঠেলে দিয়ে হাত ধুয়ে ফেলেছে তারা।

Latest article