মরশুমের শীতলতম দিন

বুধবার তা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া চলবে

Must read

প্রতিবেদন : রাজ্যে পারদ পতন অব্যাহত। বুধবারের পর বৃহস্পতিবারও ফের নামল পারদ। পরিসংখ্যান বলছে, এ বছরের শীতলতম দিন ছিল বৃহস্পতিবার। হাওয়া অফিসের খবর, চলতি সপ্তাহ থেকেই জমিয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী। আপাতত কয়েকদিন এই পারদ পতন অব্যাহত থাকবে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় অবাধে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যে। যার জেরে আগামী কয়েকদিন আরও কমবে তাপমাত্রা।

আরও পড়ুন-বিহারে ৪ জনকে খুন, অভিযুক্ত যুবক ধরা পড়ল হাওড়ায়

বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতায় সর্বনিম্ন ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া চলবে।

Latest article