সংবাদদাতা, ঝড়খালি : বিশ্ববন্যপ্রাণী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বনদফতরের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সুন্দরবনের সাধারণ মানুষের কাছে বন্যপ্রাণী সচেতনতা সম্বন্ধে বার্তা পৌঁছে দিতে ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি রেঞ্জ ফরেস্ট অফিস থেকে শোভাযাত্রা করা হয়। ঝড়খালি জেটিঘাট পর্যন্ত বনদপ্তরের কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলালেন এলাকার বাসিন্দা ও এলাকার জেএফএমসি কর্মীরা।
আরও পড়ুন-বিশ্বভারতীর উপাচার্য এখন রাজনৈতিক নেতার ভূমিকায়
এদিন এই মিছিলে-শেষে স্কুলপড়ুয়াদের বন্যপ্রাণী সম্বন্ধে তাদের মধ্যে সচেতনতাবোধ গড়ে তুলতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তাদের নিয়ে যাওয়া হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনার এডিএফও অনুরাগ চৌধুরি। এদিন অনুরাগ চৌধুরি বলেন, সুন্দরবন বিশ্বের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা করে রেখেছে বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যপ্রাণীদের বৈচিত্র। সে জায়গায় সুন্দরবনেরই সাধারণ এলাকারই স্কুল ছাত্রছাত্রীরা সুন্দরবনের ভ্রমণে যেতে পারেন না। তার জন্য এই বন্যপ্রাণী দিবসে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ভ্রমণের সঙ্গে সঙ্গে ও তাদের বিভিন্ন অভিজ্ঞতামূলক তথ্য প্রদান করা হয় বনদফতরের পক্ষ থেকে।