অস্ত্র জোগালে পরিণতি ভাল হবে না

একদিকে চিনকে হুমকি, অন্যদিকে তাইওয়ানকে অস্ত্র সাহায্যের মার্কিন আশ্বাস— কূটনৈতিক মহলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে

Must read

প্রতিবেদন : জি-২০ বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা। চিনা বিদেশমন্ত্রীও এসেছেন নয়াদিল্লিতে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর। ওই বৈঠকে ভারতের তরফে সীমান্তে উত্তেজনার প্রসঙ্গটি তোলা হয়। কিন্তু জি-২০-র মঞ্চ এই বিষয়টি নিয়ে কথা বলার উপযুক্ত জায়গা নয় বলে এড়িয়ে গিয়েছে চিন।

আরও পড়ুন-সুন্দরবনে বিশ্ববন্যপ্রাণী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

অন্যদিকে চিনের প্রতি ফের কড়া মনোভাব দেখাল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সাফ জানালেন, চিন যদি রাশিয়াকে অস্ত্র সাহায্য করে তাহলে তার পরিণতি ভাল হবে না। রাশিয়াকে অস্ত্র সাহায্য করলে আমেরিকার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে ব্লিনকেন বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই মস্কোর পাশে থেকেছে বেজিং। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এড়িয়েও অস্ত্র ও রসদ জোগান দিয়েছে তারা। একই সঙ্গে আমেরিকা আরও একবার তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। একদিকে চিনকে হুমকি, অন্যদিকে তাইওয়ানকে অস্ত্র সাহায্যের মার্কিন আশ্বাস— কূটনৈতিক মহলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে

Latest article