সিগনাল পার করে গাড়িতে ধাক্কা ট্রেনের

দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। কিছুদূর গিয়ে থেমে যায় ট্রেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনযাত্রীরা।

Must read

প্রতিবেদন : ফের ট্রেন দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবিহীন মারুতি গাড়ি। তবে কপালজোরে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। নদিয়ার পালপাড়া ও শিমুরালি স্টেশনের মধ্যে এই ট্রেন দুর্ঘটনার জেরে শুক্রবার বেলার দিকে বেশি কিছুক্ষণ শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এর জেরে চরম হেনস্তার শিকার হন নিত্যযাত্রীরা। তবে ঘণ্টাদুয়েক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-অস্ত্র জোগালে পরিণতি ভাল হবে না

ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই গাড়িটি কীভাবে রেললাইনের ওপর চলে এল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ঘটনার পিছনে ফের রেলের গাফিলতির অভিযোগ উঠছে। রেললাইনের এত কাছে রাস্তা থাকা সত্ত্বেও সেখানে গার্ড দেওয়া নেই কেন, উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পালপাড়া স্টেশনের খুব কাছে মনসাপোঁতায় এই দুর্ঘটনা ঘটে। আচমকাই রেললাইনের ওপর উঠে পড়ে একটি মারুতি গাড়ি। সেই সময়ই ডাউন লাইনে পালপাড়া ছেড়ে আসছিল শিয়ালদহগামী শান্তিপুর লোকাল। সোজা গিয়ে গাড়িতে ধাক্কা মারে ট্রেনটি। তবে কপালজোরে দুর্ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চলন্ত ট্রেন কিছুদূর টেনে নিয়ে যায় গাড়িটিকে।

আরও পড়ুন-সুন্দরবনে বিশ্ববন্যপ্রাণী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

দুর্ঘটনার জেরে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। কিছুদূর গিয়ে থেমে যায় ট্রেন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনযাত্রীরা। ট্রেন থামতেই অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এলাকায় হইচই পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। গাড়িটিকে তুলে রেললাইনের বাইরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়েছিল, নাকি এর পিছনে অন্য কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

Latest article