নয়াদিল্লি : শিল্পী- স্বাধীনতায় আক্রমণ মোদি জমানার ট্র্যাডিশন হয়ে উঠেছে। এবার বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে হিন্দুত্ববাদীদের রোষের মুখে আম্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ট্যান্ডআপ কমেডিয়ান তথা অভিনেতা বীর দাস। বিজেপির সাঙ্গোপাঙ্গদের চাপ ও হুমকির জন্য বৃহস্পতিবার তাঁর বেঙ্গালুরুর শো বাতিল হয়েছে। ওই হিন্দুত্ববাদীদের দাবি, বীর দাস শহরে অনুষ্ঠান করলে সম্প্রীতি নষ্ট হবে। তাদের হুমকির কাছে পুরোপুরি নতি স্বীকার করেছে বিজেপি প্রশাসন। এরপরই শেষ মুহূর্তে ওই কৌতুকশিল্পীর অনুষ্ঠান বাতিল হয়।
আরও পড়ুন-রাজীব হত্যা–মামলা, ৬ খুনিকে মুক্তি সুপ্রিম কোর্টের
এই ঘটনার নিন্দা করে এরপর বীর দাসকে কলকাতায় এসে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানালেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। শুক্রবার তিনি ট্যুইট করেন, ‘হ্যালো বীর দাস, আপনি কলকাতায় আসুন। এই শীতে আপনার অনুষ্ঠান দেখতে আমাদের খুব ভাল লাগবে। আমরা চাই এই শো হোক।’ মোদি জমানায় দেশে কৌতুকশিল্পীদের অহেতুক ‘আক্রমণ’ করা হচ্ছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরে এমনই অভিযোগ করেছিলেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। তাঁকেও তখন কলকাতায় আমন্ত্রণ জানান বাংলার মুখ্যমন্ত্রী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গত ২৭ অগাস্ট সায়েন্স সিটিতে অনুষ্ঠান করেন মুনাওয়ার। নির্বিঘ্নেই সেই অনুষ্ঠান হয়েছিল। এবার আমন্ত্রণ ডেরেকের।