রাষ্ট্রপতিকে অপমানজনক মন্তব্য, প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তরফে

নন্দীগ্রামে গিয়ে স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

Must read

নন্দীগ্রামে গিয়ে স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও এরপর ক্ষমা চেয়েছেন অখিল। ওই সভায় অখিল বলেছেন, ‘‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’

আরও পড়ুন-বিজেপির রোষে কৌতুকশিল্পী, বাংলায় আমন্ত্রণ তৃণমূলের

অখিল গিরি যদিও শনিবার দুঃখপ্রকাশ করে বলেন, ‘এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’

আরও পড়ুন-রাজীব হত্যা–মামলা, ৬ খুনিকে মুক্তি সুপ্রিম কোর্টের

এই ঘটনার পরিপ্রেক্ষিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ টুইট করে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তারা লিখেছে, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু আমাদের পরম শ্রদ্ধেয়। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করে স্পষ্ট করে জানানো হচ্ছে যে আমরা এই ধরনের বিবৃতি সমর্থন করি না। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার অগ্রহণযোগ্য।’

 

Latest article