প্রতিবেদন : সদ্যপ্রয়াত দেশের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকরের স্মরণে কেন্দ্রীয় সরকার প্রকাশ করবে স্মারক ডাকটিকিট। সোমবার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোমবার বাজেট সংক্রান্ত একটি আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন রেলমন্ত্রী। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, সুরসম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্র কি কোনও পরিকল্পনা নিয়েছে? ওই প্রশ্নের উত্তরে অশ্বিনী বলেন, অবশ্যই। কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রের নির্দিষ্ট একটি পরিকল্পনা আছে। প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধা জানাতে সরকার একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।
আরও পড়ুন-নিয়ন্ত্রণে করোনার তৃতীয় ঢেউ, এক মাস পর দেশে দৈনিক সংক্রমণ এক লক্ষের নিচে
উল্লেখ্য, দেশের বহু বিশিষ্ট মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এর আগেও ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। সরকারের এ ধরনের শ্রদ্ধাঞ্জলির সর্বশেষ সংযোজন হতে চলেছেন কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকর। জানুয়ারির মাঝামাঝি নাগাদ প্রবীণ শিল্পী করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। প্রবাদপ্রতিম এই শিল্পীর মৃত্যুতে দেশ-বিদেশ থেকে একের পর এক শোকবার্তা এসেছে।
সোমবার রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু লতাজির কথা উত্থাপন করে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন শিল্পীর বিভিন্ন কথা। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জানান, লতাজির মৃত্যুতে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। উল্লেখ্য, ডাক বিভাগের নিয়ম অনুযায়ী, এক বছরে সর্বোচ্চ ১০ শতাংশ স্মারক ডাকটিকিট প্রকাশ করা যায়।