বিদেশি ক্লাবে গিয়ে ভুল করিনি : ঝিঙ্গান

চলতি মরশুমের শুরুতে ক্রোয়েশিয়া উড়ে গিয়েছিলেন। সেখানকার প্রিমিয়ার লিগের দল এইচএনকে সিবেনিকের হয়ে খেলতে।

Must read

প্রতিবেদন : চলতি মরশুমের শুরুতে ক্রোয়েশিয়া উড়ে গিয়েছিলেন। সেখানকার প্রিমিয়ার লিগের দল এইচএনকে সিবেনিকের হয়ে খেলতে। কিন্তু প্রথম বিদেশি ক্লাবে খেলার অভিজ্ঞতা সুখকর হয়নি সন্দেশ ঝিঙ্গানের। ভারতীয় ডিফেন্ডার শুরুতেই চোট পেয়ে বসেন। যার জেরে মরশুমের মাঝখানে দেশে ফিরে আসতে বাধ্য হন।

আরও পড়ুন-লতাকে শ্রদ্ধা জানাতে স্মারক ডাকটিকিট

তবে ক্রোয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। ঝিঙ্গান বরং বলছেন, ‘‘বিদেশি ক্লাবে নিজের যোগ্যতা যাচাই করতে চেয়েছিলাম। পাশাপাশি ফুটবলার হিসেবে আরও পরিণত হওয়াই ছিল লক্ষ্য। কিন্তু ট্রেনিং শুরুর দ্বিতীয় বা তৃতীয় দিন চোট পেয়ে গেলাম। এটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল।” ঝিঙ্গান আরও বলেন, ‘‘তবে নিজের সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ বা হতাশা নেই। কারণ সিদ্ধান্তটা সঠিক ছিল। কখনও কখনও জীবনে এমন ঘটনা ঘটে। আপনি যতই পরিশ্রম করুন না কেন, কিছুই পরিকল্পনা মাফিক হয় না।”

আরও পড়ুন-নিয়ন্ত্রণে করোনার তৃতীয় ঢেউ, এক মাস পর দেশে দৈনিক সংক্রমণ এক লক্ষের নিচে

তবে ঝিঙ্গান এখন পুরোপুরি ফিট। ক্রোয়েশিয়ার ক্লাব থেকে রিলিজ নিয়ে যোগ দিয়েছেন পুরনো দল এটিকে মোহনবাগানে। তিনি বলেন, ‘‘আমি ফিরতে পেরে খুশি। সিবেনিকের ম্যানেজমেন্ট বদলে গেছে। কোচও ক্লাব ছেড়ে দিয়েছেন। তাই আমিও দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটিকে মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দিতে চাই।”

Latest article