আজ লখনৌতে একাধিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অখিলেশকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক ও জনসভা

রাজনৈতিক কর্মসূচির বাইরে লখনৌতে নেত্রীর আরও দু একটি অন্য কর্মসূচিও রয়েছে যদিও তা নির্ভর করছে সময় ও সুযোগের ওপর।

Must read

সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর হয়ে প্রচারে সোমবারই উত্তরপ্রদেশে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনভর রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। এখনো পর্যন্ত ঠিক আছে আজ বেলা ১২ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে লখনউয়ে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হবে ভার্চুয়াল জনসভা।

সেখানেও অখিলেশ যাদব সহ সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একসাথে তামাম উত্তরপ্রদেশ বাসীকে বার্তা দেবেন। যেভাবে বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিয়েছে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশেও যে তা সম্ভব তামাম উত্তরপ্রদেশ বাসীকে দেবেন সেই বার্তাও।

আরও পড়ুন-বিদেশি ক্লাবে গিয়ে ভুল করিনি : ঝিঙ্গান

২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় তাঁর নেতৃত্বে যেভাবে বিজেপির বিজয়রথ আটকে দিয়ে বিপুল আসনে জিতে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জাতীয় রাজনীতিতে উৎসাহ তুঙ্গে। ২০২৪ কে সামনে রেখে তৃণমূল সুপ্রিমোই চাইছেন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচনকে ধরা হচ্ছে তাঁর মহড়া হিসেবে। ফলে স্বভাবিকভাবেই আজ জাতীয় রাজনীতির কুশিলবদের নজর থাকবে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে লখনৌতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই। রাজনৈতিক কর্মসূচির বাইরে লখনৌতে নেত্রীর আরও দু একটি অন্য কর্মসূচিও রয়েছে যদিও তা নির্ভর করছে সময় ও সুযোগের ওপর।

Latest article