গতকালই পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। তারপরই রীতি মেনে ফের দেশে বাড়ল গ্যাসের দাম। ৩০ নভেম্বর জানিয়ে রাতে জানিয়ে দেওয়া হয়, ১ ডিসেম্বর থেকে দেশে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েল তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG gas cylinder) দাম (১৯ কেজি) বাড়ানো হয়েছে। তবে ১৪.২ কেজির গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকাই থাকছে।
আরও পড়ুন- চিনের থেকেও বেশি, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ
১৯ কেজি গ্যাস সিলিন্ডারের (Commercial LPG gas cylinder) দাম বেড়েছে ২১ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরাম ভোট শেষ হতেই বাণিজ্যিক গ্যাসের দাম ২১ টাকা বেড়ে দিল্লিতে নতুন দাম হল ১,৭৯৬.৫০ টাকা। মুম্বইতে ১,৭৪৯ টাকা। চেন্নাইতে দাম হয়েছে ১,৯৬৮.৫০ টাকা। কলকাতায় দাম হল ১,৯০৮ টাকা।