পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরলেন ইমরান খান

Must read

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর (Imran khan- PTI) পদে থাকার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় পাকিস্তানের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারবেন না। এই কারণে পিটিআই চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। একইসঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে নিজের আইনজীবীকে মনোনীত করেছেন ইমরান। পাকিস্তানের আইন অনুযায়ী, উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় অভিযুক্ত হওয়ায় ইমরান খান ভোটে লড়তে করতে পারবেন না এবং দলীয় পদে থাকতেও পারবেন না।

আরও পড়ুন- চিনের থেকেও বেশি, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ

পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশানুসার, আগামী ১৪দিনের মধ্যে পিটিআই-য়ে নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছেন, দলের চেয়ারম্যান নির্ধারণে ইমরান খান (Imran khan- PTI) অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে ইমরানের আইনজীবী গহর আলি খানকে মনোনীত করা হয়েছে। তবে পিটিআই নেতা জাফর আরও জানিয়েছেন, ইমরানের ওপর থেকে আদালত ‘অযোগ্য আদেশ’ তুলে নিলে তিনি আবারও চেয়ারম্যান পদ ফিরে পাবেন।

Latest article