সংবাদদাতা, বনগাঁ : উত্তর ২৪ পরগনার বনগাঁর স্বরূপনগরে সব দলেরই প্রার্থীরা মনোনয়নপত্র ঠিকঠাক জমা দিতে পারছে কি না তা খতিয়ে দেখল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের প্রতিনিধি দল স্বরূপনগর বিডিও অফিসে গিয়ে সমষ্টি উন্নয়ন উন্নয়ন আধিকারিক ও কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণভাবে মনোনয়ন যাতে হয় তার সবরকম নথিপত্র খতিয়ে দেখেন। এমনকী যাঁরা মনোনয়নপত্র জমা দিতে এসেছেন তাঁদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-ঝড়ে বিধ্বস্ত কোচবিহার
পাশাপাশি প্রতিটি টেবিলে গিয়ে খতিয়ে দেখেন কাজকর্ম। এই ছবি দেখা গেল বিডিও অফিসে। কমিশনের এই উদ্যোগকে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা স্বাগত জানিয়েছেন। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সংগীতা কর বলেন, চলতি মাসের ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আজ শেষ দিনেও এখানে বিরোধীরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল করছেন। আমরা চাই সবাই এগিয়ে এসে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিন। তৃণমবল কংগ্রেস বরাবরই বলেছে বাংলায় গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিরোধীরা বারেবারে অশান্তি করে চলেছে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার গভীর চক্রান্ত চলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের ওই চক্রান্ত নিয়ে সর্তক থাকতে বলা হয়েছে।