ঝড়ে বিধ্বস্ত কোচবিহার

বিদ্যুৎ দফতরের কর্মীরা উদ্ধারকাজে নেমে বিদ্যুতের শকে আহত হয়েছেন৷ তিনজনকে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে

Must read

সংবাদদাতা, কোচবিহার : রাতের ঝড়ে বিধ্বস্ত কোচবিহার জেলা৷ শহর থেকে গ্রাম, বিপদের মুখে অসংখ্য মানুষ। দুর্দিনে তাঁদের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজে হাত লাগালেন তৃণমূল কংগ্রেস নেতারা৷ কোচবিহার শহরের ৬, ৮, ৯, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে একাধিক বাড়ি ভেঙে যায় ঝড়ে৷ ১৪ নম্বর ওয়ার্ডে একাধিক বড় গাছ পড়ে বাড়ি ভেঙেছে৷

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে পাহাড়ে নতুন অধ্যায়

বিদ্যুৎ দফতরের কর্মীরা উদ্ধারকাজে নেমে বিদ্যুতের শকে আহত হয়েছেন৷ তিনজনকে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান, সকাল থেকে শহরের সব ওয়ার্ডে গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন তিনি। বন দফতর ও বিদ্যুৎ দফতরকে ফোন করে তিনি এলাকায় গাছ কেটে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করান। কোচবিহার শহরের ঝড়ে বিধ্বস্ত ওয়ার্ডগুলিতে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। শহরে দিনভর ছিল না বিদ্যুৎ সংযোগ। কোচবিহার শহরের ৬ নং ওয়ার্ডেও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Latest article