মুখ্যমন্ত্রীর হাত ধরে পাহাড়ে নতুন অধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়ে শুরু হল এক নতুন অধ্যায়। দুই দশক পর ফের দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়ে শুরু হল এক নতুন অধ্যায়। দুই দশক পর ফের দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। শেষ দিনে শান্তিপূর্ণ ভাবে মনোনয়নপত্র জমা দিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। দীর্ঘ ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। রাজনৈতিক দলাদলি থাকলেও নির্বাচনকে ঘিরে উন্মাদনা ও উচ্ছ্বাস রয়েছে। কোনও গন্ডগোল ছাড়াই শেষ দিনে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বিভিন্ন দলের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ।

আরও পড়ুন-পিছনে ফেলল গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসমকে, বিদ্যালয় ক্রীড়ায় বাংলার জয়জয়কার

অঘোষিতভাবে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোট হয়েছে। বেশিরভাগ আসনে বিজেপিএমের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছে। কিন্তু যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি বেশি সেখানে তৃণমূল প্রার্থীরাই মনোনয়নপত্র জমা করেছেন। দার্জিলিং মিরিক পার্শিয়ান ও কালিম্পংয়ে প্রচুর সংখ্যক তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে বিজেপিএম তাদের প্রার্থী দেয়নি।

আরও পড়ুন-সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট বাতিল তামিলনাড়ুতে

তবে এদিনও বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা করতে আসা প্রার্থীরা ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর উদ্যোগেই যে পাহাড়ে ফের নতুন অধ্যায় শুরু হল পঞ্চায়েত নির্বাচনের হাত ধরে তা স্বীকার করেছেন অকপটে। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আশাবাদী দীর্ঘদিন বাদে যেহেতু পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই কারণে কোনওরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই, উচ্ছ্বাস ও উদ্দীপনার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে।

Latest article