সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট বাতিল তামিলনাড়ুতে

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, মোদি সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। বিরোধী নেতাদের হেনস্তা করছে।

Must read

প্রতিবেদন : বাংলা আগেই পথ দেখিয়েছিল। এবার বাংলার দেখানো পথেই হাঁটল তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকার। পশ্চিমবঙ্গ-সহ আরও ন’টি রাজ্যের মতোই সিবিআইকে দেওয়া তদন্তের অনুমতি বা জেনারেল কনসেন্ট তুলে নিল স্ট্যালিন সরকার। রাজ্যের সরকারের এই সিদ্ধান্তের কারণে এবার তামিলনাড়ুতে কোনও তদন্ত চালাতে গেলে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে।

আরও পড়ুন-অভিযোগ দায়ের ডেরেকের

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, মোদি সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। বিরোধী নেতাদের হেনস্তা করছে। মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার। তাদের এই কাজে দোসর হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। তাই সিবিআই যাতে নিজেদের ইচ্ছেমতো এরাজ্যে তদন্ত চালাতে না পারে সে কারণেই জেনারেল কনসেন্ট তুলে নেওয়ার সিদ্ধান্ত।

Latest article