অভিযোগ দায়ের ডেরেকের

তাই সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি তুলে ধরা তাঁর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সে কারণেই তিনি এই অভিযোগ দায়ের করছেন।

Must read

প্রতিবেদন : করোনার টিকা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য কো-উইন অ্যাপ থেকে ফাঁস হওয়া নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। বুধবার লালবাজারের সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদ।

আরও পড়ুন-আলোচনা ছাড়াই বদল পাঠ্যসূচি, এনসিইআরটি ছাড়তে চান ৩৩ জন শিক্ষাবিদ

তাঁর করা এফআইআর-এ ডেরেক উল্লেখ করেছেন, ১২ জুন তিনি জানতে পারেন, সামাজিক মাধ্যম টেলিগ্রাম অ্যাপে তাঁর জন্ম তারিখ, পাসপোর্ট, মোবাইল নম্বর-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমেও তিনি একই খবর দেখতে পান। ডেরেকের দাবি, তিনি রাজ্যসভার সদস্য। তাই সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি তুলে ধরা তাঁর দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সে কারণেই তিনি এই অভিযোগ দায়ের করছেন।

Latest article