প্রতিবেদন : রাজনৈতিক দলগুলির বেনামে নেওয়া আর্থিক সাহায্য রুখতে সক্রিয় হল নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে লেখা একটি চিঠিতে রাজনৈতিক দলগুলিকে নগদ অর্থসাহায্যের ঊর্ধ্বসীমা ২০০০ টাকায় বেঁধে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন-মাথা তুলে দাঁড়াচ্ছে রাজ্য
পাশাপাশি কোনও রাজনৈতিক দলের সর্বাধিক নগদ অর্থ সংগ্রহ আর্থিক বছরে ২০ কোটি টাকা বা মোট দানের ২০ শতাংশের বেশি করা যাবে না বলে জানিয়েছেন। মূলত নির্বাচনী প্রক্রিয়ায় কালো টাকার ব্যবহার রুখতেই এই প্রস্তাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমান নিয়মে নাম গোপন রেখে কোনও রাজনৈতিক দলকে সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া যায়। দানের পরিমাণ ২০ হাজার টাকার বেশি হলে তবেই দাতার নাম নির্বাচন কমিশনকে জানাতে বাধ্য থাকে রাজনৈতিক দলগুলি। সম্প্রতি একাধিক রাজনৈতিক দলের দফতরে আয়কর বিভাগ হানা দিয়ে দেখেছে, বেশিরভাগ দলই অনুদান হিসেবে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে।
আরও পড়ুন-যোগীরাজ্যে খেলোয়াড়দের খাওয়ার ব্যবস্থা শৌচালয়ে!
কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই দানের পরিমাণ ২০ হাজার টাকার কম দেখানো হয়েছে। ফলে কারা ওই টাকা দিয়েছে তাদের নাম জানানোর কোনও বাধ্যবাধকতা থাকছে না। এই প্রবণতা রুখতেই নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রীয় আইনমন্ত্রীকে পাঠানো প্রস্তাবে বলেছেন, আগামী দিনে কোনও রাজনৈতিক দল ২০০০ টাকার বেশি নগদে সাহায্য পেলেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট দাতার নাম জানাতে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি কোনও রাজনৈতিক দলের নগদে অর্থসাহায্যের ঊর্ধ্বসীমা ২০ শতাংশ বা কুড়ি কোটি টাকার বেশি সংগ্রহ করতে পারবে না।