যোগীরাজ্যে খেলোয়াড়দের খাওয়ার ব্যবস্থা শৌচালয়ে!

ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে প্রবল সমালোচনা শুরু হওয়ায় চাপে পড়ে ওই অ্যাকাডেমির স্পোর্টস অফিসার অনিমেষ সাক্সেনাকে সাসপেন্ড করেছে প্রশাসন৷

Must read

প্রতিবেদন : নিজেদের দক্ষতা ও প্রতিভা দিয়ে যাঁরা দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করেন তাঁদের প্রতি চরম অবহেলার কুৎসিত দৃষ্টান্ত তৈরি করল যোগী আদিত্যনাথ সরকার। এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শৌচাগারের মধ্যে সাজানো রয়েছে খাবারের একাধিক পাত্র। সেখান থেকেই থালায় করে ভাত-ডাল-তরকারি দেওয়া হচ্ছে কবাডি খেলোয়াড়দের।

আরও পড়ুন-হাতির খবর দিতে নিয়োগ হচ্ছে গজমিত্র চালু হচ্ছে অ্যাপও

শৌচাগারে খাবার রাখা এবং সেখান থেকে খাবার পরিবেশন করার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের সাহারানপুর স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে। শৌচাগার থেকে খেলোয়াড়দের খাবার দেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপির বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শৌচাগারের মধ্যে সারি সারি ইউরিনালের কাছে রাখা আছে বেশ কয়েকটি খাবার ভর্তি পাত্র। কোনওটায় ভাত, কোনওটায় তরকারি বা ডাল। সেখান থেকেই ওই অ্যাকাডেমির কর্মীরা খাবার দিচ্ছেন কবাডি খেলোয়াড়দের। খাবার হাতে টয়লেট থেকে খেলোয়াড়দের বের হতেও দেখা গিয়েছে ওই ভিডিওতে। ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে প্রবল সমালোচনা শুরু হওয়ায় চাপে পড়ে ওই অ্যাকাডেমির স্পোর্টস অফিসার অনিমেষ সাক্সেনাকে সাসপেন্ড করেছে প্রশাসন৷

Latest article