হাতির খবর দিতে নিয়োগ হচ্ছে গজমিত্র চালু হচ্ছে অ্যাপও

মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বুনো হাতিদের মৃত্যু আটকাতে গজমিত্র নামে ওই পদে লোক নিয়োগ করা হবে।

Must read

প্রতিবেদন : পুজোর আগে বন দফতরে ৬০০ কর্মী নিয়োগের কথা জানাল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বুনো হাতিদের মৃত্যু আটকাতে গজমিত্র নামে ওই পদে লোক নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ৬০০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ২০০ জনকে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে ৪০০ জনকে নিয়োগ করা হবে। বেতন হবে ১২ থেকে ১৫ হাজার টাকা।

আরও পড়ুন-এজেন্সি নয়, চাকরি চাই

একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ওই কর্মীরা হাতির গতিবিধির খবর জানাতে পারবেন। জঙ্গলে খাবারের সংকট, জলাভাব ইত্যাদি কারণে বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি সহ নানা জেলায় জঙ্গল থেকে হাতিরা বেরিয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। তাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। আবার কোনও কোনও সময় হাতিদেরও আক্রান্ত হতে হয় সাধারণ মানুষের হাতে। হাতিরা ট্রেনেও কাটা পড়ে। সেজন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনামতো কাজ এগোলে হাতিদের রক্ষা করা যাবে। জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে জঙ্গল বা তার আশপাশে থাকা লোকজনকে। সরকার কর্মীদের ফোনও দেবে। সেই ফোনে অ্যাপ ইনস্টল করা থাকবে। তার মাধ্যমেই হাতির গতিবিধির খবর দিতে হবে।

Latest article