প্রতিবেদন : চাহিদামতো কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না ধরে নিয়ে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিকল্প ভাবনা শুরু করে দিল নির্বাচন কমিশন। এর জন্য প্রয়োজনে প্রতিবেশী রাজ্য থেকেও বাহিনী আনার চিন্তা-ভাবনা চলছে। তবে যাই করা হোক না কেন, সবটাই করা হবে আদালতের নির্দেশে। সোমবার আদালতে মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন-BREAKING অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাভার আগেই বাগমুন্ডি থেকে উদ্ধার তলোয়ার
সেখানে আদালত কী নির্দেশ দেয় তাই সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। তার আগে এই নিয়ে রবিবার সকালে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি-র সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা গিয়েছে, ওই বৈঠকে ভোটে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাকি কেন্দ্রীয় বাহিনী না এলে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হবে তা নিয়েও কথা হয়েছে। কমিশন সূত্রে খবর, এক দফায় প্রায় ৬০ হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজার নিরাপত্তারক্ষী প্রয়োজন।
আরও পড়ুন-শুভেন্দুর সভায় বৃদ্ধের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের হল বনগাঁ থানায়
কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৩৭ হাজার বাহিনী এসেছে। অর্থাৎ প্রতি বুথে একজন করেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্যের হাতে নির্বাচনের জন্য থাকছে ৬০ হাজার রাজ্য পুলিশ ও ১৫ হাজার কলকাতা পুলিশ। তবে আরও বাহিনীর প্রয়োজন। আগেই জানা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ঘাটতি পড়লে পড়শি রাজ্য থেকে পুলিশ নিয়ে আসার পরিকল্পনা করেছে কমিশন এবং রাজ্য সরকার। আপাতত সেই পদক্ষেপ নেওয়ার কথাই ভাবা হচ্ছে বলেই খবর।