মেরি কমকে মাথায় রেখেই ফের কমিটি

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার এই ঘোষণা করেছেন।

Must read

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের পর্যবেক্ষণ কমিটির নেতৃত্ব দেবেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার এমসি মেরি কম। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার এই ঘোষণা করেছেন।

আরও পড়ুন-শাস্ত্রী বিরক্ত হন ধোনির স্লো ব্যাটিংয়ে

পর্যবেক্ষণ কমিটি আগামী এক মাসের জন্য ফেডারেশনের দৈনন্দিন কাজও দেখবে। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন অলিম্পিক পদক বিজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মিশন অলিম্পিক সেলের সদস্য তৃপ্তি মুরগুন্ডে, প্রাক্তন টিওপিএস সিইও রাজাগোপালন এবং প্রাক্তন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক রাধিকা শ্রীমান৷ অন্যদিকে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী প্রতিবাদী কুস্তিগিরদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এফআইআর নথিভুক্ত করার অনুমতি চেয়ে ভিকি নামে এক ব্যক্তি পিটিশন দায়ের করেছেন।

আরও পড়ুন-‘নেতাজিকে অনেকভাবে সম্মান জানানো যায়’ দেহবশেষ নিয়েও দাবি জানালেন অনিতা বসু পাফ

যদিও ব্রিজভূষণ শরণ সিং তার তরফে কোনও পিটিশন দায়ের করার কথা অস্বীকার করেছেন। ব্রিজভূষণ সোমবার ট্যুইট করেন, ‘‘দিল্লি সরকার, প্রতিবাদকারী কুস্তিগির এবং নিউজ চ্যানেলের বিরুদ্ধে আমার বা আমার সঙ্গে যুক্ত কোনও অনুমোদিত ব্যক্তির দ্বারা কোনও আবেদন করা হয়নি। আমি কোনও আইনজীবী, আইনি সংস্থা বা প্রতিনিধিকে কোনও আদালতে পিটিশনের প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদন করিনি।”

Latest article