বার্মিংহাম, ৯ অগাস্ট : দেখতে দেখতে কেটে গেল ১১ দিন। শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস। বিশ্বের ৭২টি দেশ নিয়ে যে প্রতিযোগিতা বার্মিংহামে শুরু হয়েছিল, সেই ক্রীড়াযজ্ঞ শেষ হল সোমবার ভারতীয় সময় গভীর রাতে। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহর। অন্যদিকে, বার্মিংহাম গেমসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন প্রিন্স এডওয়ার্ড। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও ভাংড়ার তালে মাতল বার্মিংহাম।
আরও পড়ুন-লক্ষ্য অনেকের থেকে বেশি পেশাদার, দাবি বিমল কুমারের
উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতীয় পতাকা ছিল ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ও হকি অধিনায়ক মনপ্রীত সিংয়ের হাতে। সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বইলেন টেবল টেনিস তারকা শরত কমল এবং মহিলা বক্সার নিখাত জারিন।
৪০ বছরের শরত এবারের গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। এছাড়া পুরুষদের দলগত ইভেন্ট এবং মিক্সড ডাবলসেও সোনা পেয়েছেন। এখানেই শেষ নয়, পুরুষদের ডাবলসে এস সাথিয়ানের সঙ্গে জুটি বেঁধে রুপো পেয়েছেন। অন্যদিকে, চলতি বছরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর, প্রথমবার কমনওয়েলথ গেমস খেলতে নেমেই মেয়েদের ফ্লাই ওয়েট বিভাগে সোনা জিতেছেন জারিন। এই সোনা কিছুটা হলেও জারিনের টোকিও অলিম্পিকে খেলতে না পারার হতাশার ক্ষতে প্রলেপের কাজ করবে।
সব মিলিয়ে বার্মিংহাম থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের পথে ভারতীয় ক্রীড়াবিদরা। এবারের গেমসে শুটিং ও তিরন্দাজি ছিল না। এই দুটি ইভেন্ট থাকলে ভারতের পদক সংখ্যা যে আরও বাড়ত, তাতে কোনও সন্দেহ নেই।