Community Toilet: হাটেবাজারে কমিউনিটি টয়লেট

মিশন নির্মল বাংলার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর অনির্বাণ কুণ্ডু জানান, এক-একটি টয়লেটের জন্য খরচ হবে ৩ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) অনুপ্রেরণায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ অব্যাহত জেলাতে। এবার পথচলতি ও সাধারণ মানুষের জন্য জেলার ৯ ব্লকে ১৫৭টি কমিউনিটি টয়লেটের কাজ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

পঞ্চদশ অর্থ পরিকল্পনায় মিশন নির্মল বাংলা প্রকল্পের এই কাজ হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ স্বীকৃত জেলার সবগুলো হাটে। পাশাপাশি জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, মন্দির-মসজিদ প্রভৃতি এলাকাতেও হচ্ছে কমিউনিটি টয়লেট।

আরও পড়ুন-Drinking water: জল স্বপ্নে’র হাত ধরে পানীয় জল

মিশন নির্মল বাংলার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর অনির্বাণ কুণ্ডু জানান, এক-একটি টয়লেটের জন্য খরচ হবে ৩ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা। আগামী বছর আরও ১৫৭টি টয়লেট তৈরি করা হবে বলে জেলা পরিষদ সূত্রে খবর। সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, ‘‘মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোভিড পরিস্থিতির মধ্যেও উন্নয়নমূলক কাজ করে চলেছি।

শুধু শহর নয়, গ্রামাঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় দ্রুতগতিতে টয়লেট তৈরি চলছে। ইতিমধ্যে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের বাড়িতে ১ লক্ষ ৮০ হাজার টয়লেট তৈরি হয়েছে। গ্রামীণ ও জনবহুল এলাকার কমিউনিটি টয়লেটগুলির ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন।’’

Latest article