লন্ডন ম্যারাথনে মৃত্যু প্রতিযোগীর

২৬.২ মাইল দূরত্বের এই ম্যারাথনে ওই প্রতিযোগী যখন ২৩ ও ২৪ মাইলের মাঝামাঝি ছিলেন, তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Must read

লন্ডন, ৪ অক্টোবর : দৌড়তে দৌড়তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রতিযোগী! লন্ডন ম্যারাথনে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। দৌড় শেষ করার মাইল দুয়েক আগে হৃদরোগে আক্রান্ত হন ওই প্রতিযোগী। যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। লন্ডন ম্যারাথনের আয়োজকরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ওই প্রতিযোগীর বয়স ৩৬। তবে পরিবারের অনুরোধে মৃতের বাকি পরিচয় গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন-জেমাইমা-দীপ্তির দাপটে জয়ের হ্যাটট্রিক ভারতের

২৬.২ মাইল দূরত্বের এই ম্যারাথনে ওই প্রতিযোগী যখন ২৩ ও ২৪ মাইলের মাঝামাঝি ছিলেন, তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। লন্ডন ম্যারাথনের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘এই মর্মান্তিক ঘটনায় আমরা একই সঙ্গে স্তম্ভিত এবং মর্মাহত। প্রয়াত প্রতিযোগীর পরিবার ও বন্ধুদের গভীর সমবেদনা জানাচ্ছি।”

Latest article