জোহানেসবার্গ : তাঁর বিরুদ্ধে ওঠা বর্ণবিদ্বেষের অভিযোগ থেকে মুক্ত হলেন গ্রেম স্মিথ (Smith)। দু’সদস্যের নিরপেক্ষ কমিটি তদন্ত করার পর স্মিথকে ক্লিনচিট দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রাক্তন ডিরেক্টর অফ ক্রিকেট স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছিলেন কয়েকজন বোর্ড কর্মী। অভিযোগ ছিল, বর্ণের ভিত্তিতে কর্মীদের বিভাজন করার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার টামি সোলেকিলেও সেই সময় অভিযোগ করেছিলেন, স্মিথ (Smith) বোর্ডের শাসন ক্ষমতায় কোনও কালো ব্যক্তিকে চান না। তবে দুই সদস্যের নিরপেক্ষ কমিটি উভয় পক্ষের বক্তব্য শোনার পর স্মিথের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‘এই স্পর্শকাতর বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে গোটা ঘটনার তদন্ত করা হয়েছে। তবে গ্রেম স্মিথের বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ মেলেনি।’’