সন্তোষের সেমিফাইনালে বাংলার সামনে মণিপুর

Must read

প্রতিবেদন : যাবতীয় জল্পনার অবসান। সন্তোষ ট্রফির সেমিফাইনালে গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন মণিপুরের মুখোমুখি হবে বাংলা। সোমবার সার্ভিসেস ২-০ গোলে ওড়িশাকে ২-০ গোলে হারানোর পরেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। আগামী শুক্রবার (২৯ এপ্রিল) শেষ চারের লড়াইয়ে মণিপুরের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা। তবে এই ম্যাচটা জিতলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। অন্যদিকে, এদিন জিতলেই গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলার বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করতো ওড়িশা।

আরও পড়ুন – প্লে-অফ ম্যাচ ২৪ ও ২৫ মে, ইডেন দেখে গেলেন বোর্ডের প্রতিনিধিরা

প্রসঙ্গত, সন্তোষ ট্রফির ৮১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশিবার (৩২) চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে বাংলার। তবে বাংলার ছেলেরা শেষবার জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৭-১৮ মরশুমে। তাই এবার ট্রফি (Santosh Trophy) জিততে মরিয়া দেখাচ্ছে ফারদিন আলি মোল্লা, মনোতোষ চাকলাদারদের। ফুটবলারদের মতোই ট্রফি জিততে মরিয়া বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যও।

সেমিফাইনাল ম্যাচের আগে হাতে তিনদিন সময় রয়েছে। এই সময়টা নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার জন্য কাজে লাগাতে চান রঞ্জন। প্রতিপক্ষ মণিপুর দারুণ শক্তিশালী হলেও তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘আমাদের লক্ষ্য ট্রফি (Santosh Trophy) জয়। তারজন্য যা যা করণীয় ছেলেরা মাঠে নেমে সেটাই করবে।’’

Latest article