প্লে-অফ ম্যাচ ২৪ ও ২৫ মে, ইডেন দেখে গেলেন বোর্ডের প্রতিনিধিরা

Must read

প্রতিবেদন : ২৪ মে প্রথম কোয়ালিফায়ার। পরদিন এলিমিনেটর। আইপিএলের এই দুই ম্যাচের আগে সোমবার ইডেন ঘুরে গেলেন বিসিসিআইয়ের প্রতিনিধিরা। আর ইডেন দেখে বোর্ডের টিম যে সন্তুষ্ট, সেটাও জানিয়েছে সিএবি।

অতিমারির পর এই প্রথম একশো শতাংশ দর্শক নিয়ে খেলা হবে ইডেনে। আইপিএলের গ্রুপ লিগের সমস্ত খেলা মহারাষ্ট্রে হলেও প্লে-অফ ও ফাইনাল হবে কলকাতা ও আমেদাবাদে। এদিন বিসিসিআইয়ের প্রতিনিধিরা ইডেনের সমস্ত ব্যবস্থাদি ঘুরে দেখেন। এরপর তাঁরা আলোচনায় বসেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক পরে বলেন, ‘‘খুব ভাল আলোচনা হয়েছে। আমরা যে ব্যবস্থা করেছি, তা দেখে ওরা সন্তুষ্ট। ইডেনের দুটি প্লে-অফ ম্যাচ হবে ২৪ ও ২৫ মে।”

আরও পড়ুন – ফ্রান্সে ফের জিতলেন ম্যাক্রোঁ

অতিমারির পর ইডেনে দু’টি সিরিজের খেলা হয়েছে। শহরে খেলে গিয়েছেন নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা (Cricketer)। এবার আইপিএলও হতে চলেছে। ক্রিকেট নিয়ে উৎসাহ তাই বাড়ছে।

এদিকে, প্রচণ্ড গরমে স্থানীয় ক্রিকেটাররা (Cricketer) যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিএবি। সমস্ত মাঠে লেবুজল, বরফ ও অন্যান্য ব্যবস্থাদি থাকছে। মাঠে যাতে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকে, সেটাও দেখছে সিএবি। কর্তারা ঘুরে দেখবেন যাতে সব ব্যবস্থা ঠিক থাকে।

Latest article