গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ভাবনা

যদিও এখনও স্কুল শিক্ষা দফতরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রতি বছরই গরমের সময় মর্নিং শিফটে স্কুলের ক্লাস চলে।

Must read

প্রতিবেদন : দাবদাহে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৈশাখের গরমে একেবারে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। কলকাতাতে পারদ চল্লিশ ছুঁইছুঁই। এই মারাত্মক পরিস্থিতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র দাবদাহের মধ্যে স্কুলে গেলে অসুস্থ হয়ে যেতে পারে ছাত্র-ছাত্রীরা এই আশঙ্কা করছেন অভিভাবকরা।

আরও পড়ুন-গরমে বন্দিদের মেনু বদল

বর্তমানে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখে স্কুল শিক্ষা দফতরের তরফে নির্ধারিত গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে। উচ্চমাধ্যমিক পরীক্ষা সেন্টারে গরমের জন্য ওআরএস ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার জন্য নির্দেশ দিয়েছে সংসদ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে একাদশের পরীক্ষা। তারপরে ছুটি ঘোষণা হয়ে যেতে পারে বাংলার স্কুলগুলিতে। এর আগে শোনা গিয়েছিল আগামী ২৪ মে থেকে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। যদিও এখনও স্কুল শিক্ষা দফতরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রতি বছরই গরমের সময় মর্নিং শিফটে স্কুলের ক্লাস চলে।

Latest article