ব্রিজভূষণের বিরুদ্ধে এবার রাষ্ট্রপতিকে নালিশ মোর্চার

দেশের মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও দোষীদের বিচারের জন্য এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করল সংযুক্ত কিসান মোর্চা

Must read

নয়াদিল্লি : দেশের মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও দোষীদের বিচারের জন্য এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করল সংযুক্ত কিসান মোর্চা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কিসান মোর্চা বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আপনি জানেন এক নাবালিকা-সহ বেশ কয়েকজন মহিলা কুস্তিগির বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন-মোদি জমানায় সংখ্যালঘুরা বিপন্ন, রিপোর্ট আমেরিকার

জাতীয় কুস্তি সংস্থা ভারত সরকার কর্তৃক স্বীকৃত। এই মহিলা কুস্তিগিররা ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ, এর আগে চলতি বছরের জানুয়ারিতে অভিযুক্ত বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু সরকার শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখেনি। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেও দিল্লি পুলিশ ধীরে চলাে নীতি নিয়েছে। এই ঘটনায় কিসান মোর্চা অত্যন্ত উদ্বিগ্ন। রাষ্ট্রপতিকে মোর্চার আর্জি, কৃষকের মেয়ে হিসাবে আপনি জানেন যে, কুস্তি একটি গ্রামীণ খেলা। ব্রিজভূষণের মতো খলনায়কদের শিকার বেশিরভাগই গ্রামীণ কৃষক পরিবারের মেয়েরা। সেই সব কৃষককন্যা যারা দেশকে গৌরবান্বিত করেছে, তাদের সঙ্গে কেন্দ্রের মোদি সরকার নোংরা আচরণ করছে। আমাদের আবেদন, অভিযুক্তের অপসারণ ও দ্রুত গ্রেফতারির বিষয়ে আপনি হস্তক্ষেপ করুন।

Latest article