সংবাদদাতা, জলপাইগুড়ি : ধূপগুড়ির মানুেষর দীর্ঘদিনের দাবি যখন পূরণ হতে চলেছে, সেই সময় তাকে নিয়ে বিজেপি শুরু করল সঙ্কীর্ণ রাজনীতি। এরই প্রতিবাদ করল তৃণমূল। ‘ধূপগুড়ির ভাবাবেগকে আহত করছে বিজেপি। তারা ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা না দিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে।’ রবিবার সন্ধ্যায় গয়েরকাটা পিডব্লুডি বাংলোয় এক সাংবাদিক সম্মেলন এই কথা বললেন তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
আরও পড়ুন-মোদিজিকে খোলা চিঠি
শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় নিজের ভাষণে ধূপগুড়ির মানুষের দাবিকে মান্যতা দেন। সভায় সাধারণ মানুষই তাঁর কাছে দাবি জানান, ধূপগুড়িকে মহকুমা করতে হবে। তাঁদের দাবি মতো অভিষেক প্রতিশ্রুতি দেন, আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। তার দিনক্ষণও বলে দেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই হবে। মানুষের এই দাবিপূরণ করার আশ্বাস দেওয়ায় বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘিত হয়েছে বলে। যদিও ধূপগুড়ির মানুষের এই দাবি দীর্ঘদিনের।
আরও পড়ুন-ক্যান্ডিতে আজ নেপাল-ম্যাচে বুমরা নেই
বিজেপির প্রয়াত বিধায়ক বিধানসভায় এই বিষয়টি নিয়ে কোনওদিন একটি কথাও বলেনি বা মানুষের এই দাবি নিয়ে কোনও আন্দোলনও করেননি। আজ যখন এই দাবি পূরণ হতে যাচ্ছে, সেই সময় বিজেপি এই বিষয়টি নিয়ে সঙ্কীর্ণ রাজনীতি করছে। যার জবাব ধূপগুড়ির মানুষ ৫ তারিখে ভোট বাক্সেই দেবে। এদিন এই সাংবাদিক সম্মেলনে গৌতমের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক রাজেশ সিং, রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ।