তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মেরে বাইক জ্বালাল বিজেপি

তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে মোটরসাইকেলে তৃণমুল পঞ্চায়েত সদস্য সফিউল মিঞা পাতলাখাওয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের রাজ্য জুড়ে সন্ত্রাস চলছেই। এবার আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্যকে মারধর করে তাঁর মোটরবাইক জ্বালিয়ে দিল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে মোটরসাইকেলে তৃণমুল পঞ্চায়েত সদস্য সফিউল মিঞা পাতলাখাওয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথেই কয়েকজন বিজেপি-আশ্রিত দুষ্কৃতী পথ আটকায়৷ বেধড়ক মারধর করে৷

আরও পড়ুন-বিজেপির সঙ্কীর্ণ রাজনীতির নিন্দা

তিনি দুষ্কৃতীদের চিনতে পেরেছেন৷ তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ আহত অবস্থায় প্রথমে তাঁকে পাচকেলগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জেলা হাসপাতালে। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে তৃণমূলকর্মীরা সোনাপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

Latest article