মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব

গত শুক্রবার এ-বিষয়ে সকলকে অবহিত করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : আজ, সোমবার মণিপুর (Manipur) নিয়ে নিন্দা প্রস্তাব আসছে। তৃণমূল কংগ্রেসের তরফে আনা হবে এই প্রস্তাব। গত শুক্রবার এ-বিষয়ে সকলকে অবহিত করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর নিয়ে আলোচনাপর্বে তিনিও বক্তব্য রাখবেন। এ ছাড়াও প্রশ্নোত্তরপর্বে কিছু সময়ের জন্য হলেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন-মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ

এর আগে বাংলার কয়েকজন সাংসদকে মণিপুর পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ইন্ডিয়ার তরফে একটি দল গিয়ে মণিপুরের বিভিন্ন শিবির পরিদর্শন করেন। রবিবার সকালে তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। ফলে এই মুহূর্তে ঘরে-বাইরে মণিপুর নিয়ে প্রচণ্ড চাপে বিজেপি। এই চাপ আরও বাড়বে। কারণ এখনও জ্বলছে মণিপুর। হিংসা চলছেই। কবে স্বাভাবিক হবে উত্তর-পূর্বের এই রাজ্য কেউ জানে না।

Latest article