প্রতিবেদন : পার্লামেন্টে নবনির্বাচিত কৃষ্ণাঙ্গ স্পিকারকে চোখ মেরে, জিভ দেখিয়ে বিতর্কের শিরোনামে উঠে এলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রীর এমন আচরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংসদে দাঁড়িয়ে ট্রুডোর এই বালখিল্য আচরণের নিন্দায় সরব হয়েছে সব মহল। তাঁর আচরণ প্রধানমন্ত্রীসুলভ নয় এবং সংসদীয় মর্যাদার উপযুক্ত নয় বলে মনে করছেন কানাডাবাসীই।
আরও পড়ুন-সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের
জানা গিয়েছে, কানাডার হাউস অফ কমন্সে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গুস। প্রধানমন্ত্রীকে সম্বোধন করার সময় তিনি তাঁকে ‘সম্মাননীয়’ বলে উল্লেখ করেন। মজার ছলে তার বিরোধিতা করেন ট্রুডো। মশকরার ভঙ্গিতে তিনি বলতে থাকেন, আমাকে ‘অতি সম্মাননীয়’ বলুন। এরপরই তাঁকে দেখা যায় স্পিকারের উদ্দেশে চোখ মেরে জিভ ভ্যাঙাতে। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন-‘অপেক্ষায় আছে বাংলা’ এক্সে কেন্দ্রকে নিশানা অভিষেকের
সম্প্রতি কানাডায় সমীক্ষা চালায় গ্লোবাল নিউজ রিপোর্ট। দেখা যায়, ট্রুডোকে সমর্থন করেন ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কানাডার ৪০ শতাংশ মানুষ। এর আগে জুলাই মাসে আরও একটি সমীক্ষা হয়েছিল। সেখানে ট্রুডোকে গত ৫০ বছরে সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল। যা থেকে পরিষ্কার, কানাডায় ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন জাস্টিন ট্রুডো।