আবার রণক্ষেত্র মণিপুর, আগুনে ছাই বাড়ি-গাড়ি

কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার মুখে যতই দাবি করুক মণিপুরে শান্তি ফিরছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই।

Must read

প্রতিবেদন : কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার মুখে যতই দাবি করুক মণিপুরে শান্তি ফিরছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই। অশান্তির ৫ মাস পার করেও যখন তখন হিংসাত্মক হয়ে উঠছে মণিপুরের পরিস্থিতি।
মেইতেই জনগোষ্ঠীর দুই ছাত্র-ছাত্রীকে অপহরণ এবং খুনের ঘটনায় কুকি জনজাতির কয়েকজন অভিযুক্তের গ্রেফতারি ঘিরে বৃহস্পতিবার নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল ইম্ফল উপত্যকা। এদিন ভোরে ইম্ফল লাগোয়া এলাকায় একাধিক বাড়ি-দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় বহু যানবাহনে।

আরও পড়ুন-স্পিকারকে চোখ মেরে, জিভ দেখিয়ে বিতর্কে, কানাডার প্রধানমন্ত্রীর আচরণের নিন্দা সর্বস্তরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০ কিমি দূরে ইম্ফল পশ্চিম জেলার পাতসোই থানা এলাকার নিউ কেইথেলাম্বিতে বুধবার দুপুর থেকে নতুন করে দুই জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তারই জেরে রাতে হিংসা ছড়ায়। ওই এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। প্রসঙ্গত, বিষ্ণুপুরে দুই মেইতেই ছাত্রছাত্রী খুনের তদন্তে সিবিআই রবিবার চূড়াচাঁদপুর জেলার কুকি এলাকায় গোপনে হানা দিয়ে দুই মহিলা ও দুই পুরুষকে গ্রেফতার করে। দুই নাবালিকাকেও সঙ্গে নিয়ে আসে গুয়াহাটিতে। তার পর থেকেই ওই ৬ জন এবং এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া আরও এক শিক্ষককে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবিতে কুকি যৌথ মঞ্চ আইটিএলএফ বিক্ষোভ শুরু করেছে মণিপুরের বিভিন্ন এলাকায়।

Latest article