কাশ্মীর নিয়ে মন্তব্যে নিন্দা চিনের বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর (Kashmir) নিয়ে মন্তব্য করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের কোনও অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ উল্লেখ করা মোটেই উচিত হয়নি। ইসলামাবাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠকে যোগ দিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং কাশ্মীর (Kashmir) প্রসঙ্গ তোলেন। চিনা বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর প্রসঙ্গে আমরা আজ ফের আমাদের মুসলিম বন্ধুদের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা ইসলামি বন্ধুদের দাবির সঙ্গে সহমত পোষণ করি। এরপরই চিনের বিরুদ্ধে মুখ খোলে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, জম্মু-কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চিন-সহ অন্য দেশগুলির কাশ্মীর নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য অবাঞ্ছিত।

Latest article