গ্রিস ও তুরস্কের সীমান্তে এলাকা থেকে উদ্ধার হল প্রায় ১০০ জন পুরুষ শরণার্থী। ওই শরণার্থীদের সকলকেই নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার কড়া নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। অভিবাসন প্রত্যাশীদের নগ্ন অবস্থায় সীমান্ত থেকে উদ্ধারের ঘটনায় গ্রিস ও তুরস্ক একে অপরকে দোষারোপ করছে।
আরও পড়ুন-তীর্থক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের ওপর দোষ চাপিয়েছে গ্রিস। তারা বলেছে, সংশ্লিষ্ট দেশটির এ ধরনের আচরণ লজ্জাজনক। ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক শাখা এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে যে, ঘটনাটি জেনে এবং এবং উদ্ধার হওয়া শরণার্থীদের ছবিগুলি দেখে তারা অবাক হয়েছে। সেইসঙ্গে গভীরভাবে ব্যথিতও।