তীর্থক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি

চিঠির খবর জানতেই ঘুম উড়েছে পুলিশের। ওই চিঠির প্রেক্ষিতে দুই মন্দির ও সংশ্লিষ্ট স্টেশনগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Must read

২৭ অক্টোবর কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দির-সহ একাধিক তীর্থক্ষেত্র বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। শুধু মন্দিরই নয়, হরিদ্বার, দেরাদুন, রুরকি, কাঠগোদাম, নাজিয়াবাদ এবং কাশীপুরের মতো উত্তরাখণ্ডের কিছু গুরুত্বপূর্ণ রেলস্টেশনে বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেওয়া হয়েছে। ১০ অক্টোবর ওই হুমকি চিঠি এসে পৌঁছেছে হরিদ্বার রেল স্টেশনে।

আরও পড়ুন-রুশ ড্রোন হামলা

চিঠির খবর জানতেই ঘুম উড়েছে পুলিশের। ওই চিঠির প্রেক্ষিতে দুই মন্দির ও সংশ্লিষ্ট স্টেশনগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিআরপির অতিরিক্ত পুলিশ সুপার অরুণা ভারতী জানিয়েছেন, জমির আহমেদ নামে জইশ-ই-মহম্মদের এক এরিয়া কমান্ডার এই চিঠি পাঠিয়েছে। কাশ্মীরের ঘটনার প্রতিশোধ নিতেই তার এই পরিকল্পনা।

Latest article